প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১ লা ডিসেম্বর ২০২৪ ইং তারিখে জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকায় প্রথম পৃষ্ঠার জামালপুরে আওয়ামী লীগের দাপটে ডিডি প্রিয়তোষ রায়ের ৭ বছর, বীজ বিপনন ডিডি ও ডিএডি’র বিরুদ্ধে অভিযোগ শিরোনামে যে সংবাদ ছাপা হযেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্যে প্রনোদিত ভাবে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন কারার উদ্দেশ্যে সংবাদ দাতাকে ভূল তথ্য পরিবেশন করিয়েছেন।
সংবাদে বলা হয়েছে, আমি হিমাগারে কর্মরত থাকাকালীন আমার জন্য বরাদ্দকৃত এরায় মার্ক করা বাসা অকেজো দেখিয়ে বাসা ভাড়া আত্মসাত করেছি তা সত্য নয়। এরায় মার্ক বাসা অকেজো থাকা সত্ত্বেও আমি বাহিরে ভাড়া বাসা নিয়ে থাকতাম এর পরেও আমার এয়ার মার্ক বাসার ভাড়া কর্তন করেছি যা আমার কর্তৃপক্ষ জানেন।
এছাড়াও আলু ক্রয় করার সময় প্রতি বস্তায় ১০ কেজি করে অতিরিক্ত আলু নিয়েছি তা সঠিক নয়। কৃষকের নিকট হতে আলু নেওয়ার সময় প্রতি বস্তায় ১ কেজি আলু বেশি নেওয়া হয়েছে শুধু ঘাটতি পূরণের জন্য,আর একটি বস্তায় অতিরিক্ত ১০ কেজি আলু আটানো সম্ভব না।
যেখানে ১০ কেজি করে অতিরিক্ত আলু নেওয়া হয় নাই,সেখানে কৃষকের নামে বিল করে অবৈধ পন্থায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। জেনারেটর চালাতে যে পরিমাণ ডিজেল ব্যবহার হযেছে ঠিক ততটুকুরই বিল করে টাকা উত্তোলন করা হয়েছে। অতিরিক্ত কোন বিল ভাউচার করে টাকা উত্তোলন করা হয় নাই। সংবাদে আরও বলা হয়েছে,যন্ত্রপাতি মেরামত বাবদ ভূয়া ভাউচারে ও জাল জালিয়াতির মাধ্যমে বিল উত্তোলন করা হয়েছে। আসলে কোন ভূয়া বিল ভাউচারে অতিরিক্ত কোন টাকা উত্তোলন করা হয় নাই।
বিএডিসির এএসসিতে কর্মরত থাকা অবস্থায় আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করেছি। বিএডিসি কতৃপক্ষ আমাকে বছরে যে চাহিদা দিতেন সেই চাহিদা মোতাবেক তাহা পূরণ করতে সক্ষম হয়েছি। এত অল্প জায়গা হতে সেই চাহিদা পূরণ করা যা খুবই কষ্ট সাধ্য ব্যপার।
অতএব নারিকেলের চারা উৎপাদন বিভিন্ন ফুল ফল ও পুকুরের মাছ চাষের টাকা আত্মসাতের কোন সুযোগ নাই। আমি বিএডিসি’র চাহিদা পূরণ না করতে পারলে কর্তৃপক্ষের কাছে জবাবদীহি করতে হতো। খুব কষ্ট করে কতৃপক্ষের চাহিদাকৃত অর্থ পূরণ করতে হয়েছে। আমি একজন কর্মকর্তা হয়ে আমার শ্রমীক সংগঠন করার কোন সুযোগ নেই,আমি কোন শ্রমিক সংগঠন করিও নাই। এছাড়াও উল্লেখিত সংবাদে যাহা লেখা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
প্রিয়তোষ রায়
উপপরিচালক (বীবি)
বিএডিসি,জামালপুর।