ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

oplus_0

ওসমান হারুনী : নারী কন্যার সুরক্ষা করি;সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সাদিয়া আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.এএএম আবুতাহের, পৌর বিএনপি সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন ও জয়িতা আখি মনি সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহব্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।