ইসলামপুরে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্হান কর্মসূচির মনোহারী সামগ্রী,অর্থ ও ছাগল বিতরণ

oplus_2

ওসমান হারুনী : ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্হান কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ৮জন ভিক্ষুকের মনোহারী সামগ্রী ও পাঁচ হাজার করে নগদ টাকা এবং ১৬জন ভিক্ষুকের মাঝে ৩টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১০ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদের হল রুমে বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মুল্লিক, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম তার বক্তব্যে রাস্ট্রের পাশিপাশি ভিক্ষুক পুর্নবাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।