এম.এ.রফিক ; ৩৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে জামালপুরে মাত্র সাত মাস আগে যোগদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। যোগদান করার পর থেকেই প্রতিনিয়ত দূর্নীতি প্রতিরোধ গড়ে তুলে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। যার কারনে বর্তমানে উপজেলার মানুষের মনের কোঠায় ঠাঁয় করে নিয়েছেন তিনি। প্রতিটি ইউনিয়নের খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। ইউনিয়ন ভিত্তিক হতদরিদ্র সাধারণ মানুষের নিকট সরকারী সকল সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান- প্রশাসনিক কর্মকতাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। নিজ অফিসের প্রতিটি বিভাগকে করেছেন দূর্নীতিমুক্ত। অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধীদের জন্য খুলেছেন সেবার দুয়ার। তার উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন অনিয়ম দূর করার জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানাও করছেন তিনি। দূর্নীতিমুক্ত রেখে সরকারের বিশেষ বরাদ্দের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অন্যান্য সকল সহযোগিতা অতি দরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য নিজ উদ্যোগে নিয়েছেন বিভিন্ন ব্যবস্থা। উপজেলায় আগত অসহায় ও প্রতিবন্ধীদের করে যাচ্ছেন সহায়তা। কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী যোগদান করার পর থেকেই ইউনিয়ন পরিষদ সহ উপজেলার সকল কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। যে কেউ খুব সহজেই তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেয়ে যান। আর এতে করে বন্ধ হয়েছে দূর্নীতি। আশা করি তিনি দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন। তার কাজের উৎসাহ আমাদের কেউ উৎসাহ যোগায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, আমি সবসময় সাধারণ মানুষদের নিয়ে কাজ করতে আনন্দ পাই। তাই তাদের সকল কাজে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি। আমার নাম ব্যবহার করে কেউ যদি কোন দূর্নীতির আশ্রয় নেয় সাথে সাথে আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Related Posts
সরিষাবাড়ীতে উন্মুক্ত লটারীতে ওএমএস ডিলার নির্বাচন
- AJ Desk
- November 9, 2024
সরিষাবাড়ী সংবাদদাতা ; জামালপুরের সরিষাবাড়ীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিবাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল […]
বকশীগঞ্জে চিলড্রেন পার্ক মডেল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- AJ Desk
- March 11, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাহন স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান […]