জামিন পেলেন আল্লু অর্জুন

হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলঙ্গানা হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর হয়েছে।

তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শোনা হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। 

আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এর ফলে কী ভাবে দোষী বলা যায়? যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলো প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তার ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসেবে তারও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।

্আল্লুকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখানে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।  অভিনেতা জানিয়েছেন, শুক্রবার সকালে হঠাৎ পুলিশ তার বাড়িতে গিয়ে ‘বেডরুমে’ ঢুকে পড়ে। তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়। 

অভিযোগ করে জানান, তিনি পোশাক বদল করতে চেয়েছিলেন। তার জন্য সঙ্গে একজন পুলিশকর্মীকে দেওয়া হোক, অনুরোধ করেছিলেন। কিন্তু তা রাখা হয়নি। এমনকি, অভিনেতাকে জলখাবার শেষ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। তিনি জানান, পুলিশ তাঁকে গ্রেফতার করতেই পারে, কিন্তু এ ভাবে তাঁর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করতে পারে না।

৪ নভেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষ্যে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আল্লু। সেখানে তাকে ঘিরে ভক্তদের উন্মাদনায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। হলের মধ্যে দমবন্ধ হয়ে এক মহিলা এবং তার সন্তান পড়ে যান। তাদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু মহিলার মৃত্যু হয়।