নিজস্ব সংবাদদাতা : “ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে” এই প্রতিপাদ্যে ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উপলক্ষে করদাতাদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা করেছে জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ। গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দুপুরে শহরের শফি মিয়ার বাজারে জেলা কার্যালয়ে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট রাজস্ব কর্মকর্তা সঞ্চয় কুমার দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনুর রশিদ, জামালপুর সদর ভ্যাট-২ এর রাজস্ব কর্মকর্তা শাহ আলম সরকার, জামালপুর বিসিক শিল্প নগরীর হিউমার্স কনজুমার মো. মনিরুজ্জামান, করদাতা সাইদুর রহমান, করদাতা রুবেল প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের সবাইকে বেশি বেশি ভ্যাট দেওয়া দরকার। ভ্যাটের মাধ্যমেই সরকার সিংহভাগ রাজস্ব পায়। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় দেশ। ভ্যাট বৃদ্ধি করার আগে করদাতাদের অবগত করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কাস্টমস্ এক্সাইজ ভ্যাট সার্কেল-১ সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস।
Related Posts
আমি কর্মস্থলেই আছি পালাইনি পৌর বাসীদের সেবা দিয়ে যাচ্ছি
- AJ Desk
- September 3, 2024
খাদেমুল ইসলাম : আমি পালাইনি, কর্মস্থলেই রয়েছি। যথারীতি সেবা দিয়ে যাচ্ছি পৌর বাসীদের। ১ সেপ্টেম্বর […]
জামালপুরের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- AJ Desk
- July 15, 2024
স্টাফ রিপোর্টার ; জামালপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা […]
ইসলামপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- AJ Desk
- March 18, 2024
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম […]