বশেফমুবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রশিবির

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (14, 0); aec_lux: 290.60593; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

জুলফিকার আলম : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় জামালপুরের লুইস ভিলেজ রিসোর্টে প্রায় দুইশত শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের স্টুডেন্টস স্কলারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ডাঃ নিয়াজ রহমান। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম, টেবিল ক্যালেন্ডার, শিবিরের সংক্ষিপ্ত পরিচিত এবং কিছু বই দেওয়া হয়। নবীন বরণে আসা শিক্ষার্থী আল মুকিম মুস্তাসির তার অনুভূতি প্রকাশ করে বলেন আজকের এই নবীন বরণে এসে অনেক উচ্ছ্বাসিত এবং অনুপ্রাণিত। একাডেমিক পড়াশোনা কিভাবে ভাল করে জব সেক্টরেও সফল হওয়া যায় এসব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছে। যা খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তারা আমাদের নৈতিক দিক নির্দেশনামূলক কথা বলেছে পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বরণ করায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। আরেক নবীন শিক্ষার্থী কমলেশ চন্দ্র রায় তারা অনেক সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা অনেক ভালো লেগেছে। সেই সাথে তাদের অতিথিয়তা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রশিবিরের প্রতি মানুষের ভুল ধারণা আছে। বিশেষ করে আমার নিজেরও তাদের প্রতি ভুল ধারণা ছিল কিন্তু আজ এ প্রোগ্রামে এসে সে ভুল ধারণাটা ভেঙে গেছে। তারা যে পথে আছে সেটা সঠিক।