হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বুধবার ও বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যান্যদের মধ্যে হজাজরাবাড়ী পৌর বিএনপির আহবায়ক মোঃ ইসমাইল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে অত্র কলেজের গভর্নর বডি সদস্য, কলেজের উপাধাক্ষ শামসুল আলম লিচু ও সহকারী অধ্যাপকবৃন্দাসহ শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান প্রাণবন্তকর করে তোলেন।