শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়াইহাজার,নারায়ণগঞ্জ : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার মাহফিল আড়াইহাজার রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের হল রুমে অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে সহকারি অধ্যাপক মোঃ মাইনুল হোসেন মানিকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন যথাক্রমে প্রভাষক সম্পারানী দাস,প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক আবদুল কাইয়ুম, সহকারি অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারি অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, সহকারি অধ্যাপক নাগরিক নাহার ছিদ্দিকী, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে ও মাগফিরাত কামনায় দুআ মুনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক হাফিজ মাওলানা নজরুল ইসলাম, কলেজ পরিবারের সদস্য তথা সকল শহীদ বুদ্ধিজীবী ও দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দুআ মুনাজাত পরিচালনা করা হয়।