খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে দীর্ঘদিন ধরে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কর্তন করে সরকারি বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা বিঘ্নিত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে সরকারি বেসরকারি দপ্তরে জরুরি কাজ কর্মে দারুন অসুবিধা দেখা দিচ্ছে মাঝে মধ্যেই। কে বা কারা এই অপর্কম করে যাচ্ছে? কি তাদের উদ্দেশ্য? এসব কি সরকারি বেসরকারি কাজ কর্মে জটিলতা সৃষ্টি করার উদ্দেশ্য? নাকি রাষ্ট্রোদ্রোহী মূলক কাজ? না কোনো প্রতিদন্ধী ব্যবসায়ী গ্রুপের কাজ? মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির এবং ঐ কোম্পানির অধিনে কর্মরত জামালপুর জেলার ম্যানেজার মোঃ ওমর ফারুক নয়াদিগন্তকে জানান, মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির নিয়ন্ত্রণে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা দিয়া আসছি আমরা দীর্ঘদিন ধরে। কিন্তু উপজেলার দেওয়ানগঞ্জ সদর, পাররামরামপুর, হাতীভাঙা ইউনিয়নে গত ৯ ডিসেম্বর সোমবার রাত ৭.৩০ থেকে উল্লেখিত এরিয়ায় লক্ষ করা যায় ৯ কিলোমিটার ব্যাপী জায়গার বিভিন্ন স্থান থেকে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কর্তন করা হয়েছে। ২ দিন ব্যাপী গভীর রাত পর্যন্ত সংযোগ স্থাপনে কাজ করতে হয়েছে। মাস খানেক আগে মাদারগঞ্জেও লাইন কাটায় সেবা বিঘিœত হয়েছিল। কে বা কারা এ অপকর্ম করেছে তা খুঁজে দেখা হচ্ছে। কর্তনকৃত ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবারের মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। তারা আরও জানান, জামালপুরের ৭ উপজেলায় আমরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছি। প্রায় ১ মাস আগে শেরপুর জেলায় সবকটি উপজেলায় ইন্টারনেট সেবা বিঘিœত হয়েছিল এসব কারণে। এই কোম্পানির জেলা ম্যানেজার মোঃ ওমর ফারুক এবং লাইনম্যান আব্দুল আজিজ ও মুর্শেদ জানান, জামালপুর এবং শেরপুর জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১০ বছর ধরে আমরা কাজ করে আসছি। ঐ ২ জেলার বিভিন্ন স্থানে লাইন কাটায় এ যাবৎ প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে হালুয়াঘাট, নকলা, ঝিনাইগাতী, নালিতাবাড়ী সহ বিভিন্ন থানায় জিডি করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
Related Posts
জামালপুরে গরু বোঝাই ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, দুইজন আহত
- AJ Desk
- September 8, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর […]
মনসুর ক্যাডেট কোচিং বকশীগঞ্জ শাখার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- January 10, 2024
জিএম ফাতিউল হাফিজ বাবু : মান সম্মত শিক্ষার অগ্রগতির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত মনসুর ক্যাডেট কোচিং […]
ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে ঘর পাওয়া দূর্গম যমুনা তীরবর্তী মানুষগুলো
- AJ Desk
- June 30, 2024
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই এখন […]