মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল নয়টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিকল্পধারার নির্বাহী প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আবদুল মান্নানের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন দলের নেতাকর্মীরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মহসীন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, তাজরিন মান্নান, আমিনুল ইসলাম বুলু, হাজী নাসিরউদ্দিন, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজর(অবঃ) আবদুল মান্নান বলেন, “জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ক্ষেত্র অনেক প্রসারিত এখন। সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থার বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি শোষণ ও বৈষম্যমুক্ত
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বর্তমান প্রজন্মের সাথে দেশবাসীর চাওয়া। দেশ থেকে সন্ত্রাস, দূর্নীতি ও গণতন্ত্রহীনতা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে পূনর্গঠনের এই সুযোগ হাতছাড়া করা যাব না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি কিন্তু দুর্ভাগ্য জাতি দেশপ্রেমিক নেতার নেতৃত্বের অভাবে বারবার তাদের আশা-আকাঙ্ক্ষা অপূরণ থেকে গেছে। এখন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।