মহান বিজয় দিবসে বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকারের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পার্টির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসরূপে আমরা উদযাপন করে আসছি। এতে মুক্তিযুদ্ধকালীন এবং তার পটভূমি সম্পর্কে আলোচনা হয়ে থাকে। মুক্তিযুদ্ধ অবশ্যই ইতিহাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিহাস আমরা জানবো এবং দেশবাসী সবাইকে জানাবো আজকের পরিবর্তিত বাস্তবতায় আমাদের কী কী কর্তব্য ও সর্বজনীন কল্যাণে ভবিষ্যৎকে আমরা কিভাবে গড়ে তুলবো। স্বাধীন বাংলাদেশ পরবর্তী ৫৩ বছর পরে আমরা কিছু ভালো কাজ করেছি। সারা দেশের কৃষকেরা এবং শ্রমিকেরা তাদের শ্রমশক্তি ব্যবহার করে উৎপাদনের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। দেশের আইন-কানুন যদি কিছু পরিবারে ন্যায়সঙ্গত করা হয়, তাহলে বাংলাদেশের সব মানুষ সম্মানজনক জীবনযাপন করতে পারবে।
কাপড়ের অভাবও দেশে নেই। এসব ক্ষেত্রে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষানীতি, আইন-কানুন ও বিচারব্যবস্থা, প্রশাসনব্যবস্থা ইত্যাদির গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। বাংলাদেশকে সমৃদ্ধিমান রাষ্ট্ররূপে গড়ে তোলার জন্য দরকার উন্নততর রাজনীতি ও সর্বজনীন কল্যাণের লক্ষ্যে উন্নত চরিত্রের রাজনৈতিক দল, রাজনীতিক চিন্তা-ভাবনা এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য সম্মানজনক নেতৃত্ব ও রাজনৈতিক দল। বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা আমূল পুনর্গঠন অপরিহার্য। সরকার উৎখাতের ও রাষ্ট্র দখলের আন্দোলন সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। জনগণের রাজনৈতিক দল গঠনে চূড়ান্ত গুরুত্ব দেয়া সার্বিক উন্নতির জন্য একান্ত দরকার। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রভৃতি দলের নেতাকর্মীদের নিজেদের এবং তাদের রাজনৈতিক দলের সংস্কার একান্ত দরকার। প্রয়োজনে নতুন রাজনৈতিক দল গড়ে তোলাও দরকার। বাংলাদেশ গণমুক্তি পার্টি একটি গৌরবজনক রাজনীতির দল হয়ে ওঠার জন্য কাজ করছে। জনগণের সমর্থন পেলে রাজনৈতিক উন্নতির দল হিসেবে দল হয়ে উঠবে। রাজনীতির উন্নতি ছাড়া কোনো জাতিই উল্লেখযোগ্য কোনো উন্নতির পরিচয় দিতে পারেনা। যে সময় যাচ্ছে, তাতে জনগণের রাজনীতির জন্য রাজনৈতিক দল গঠনের কোনো বিকল্প নেই। রাজনীতি, জাতীয় ইতিহাস ও নানা বিষয়ে গ্রন্থ পাঠ করা এবং নানা বিষয়ে জ্ঞান লাভের কার্যক্রম দলের অভ্যন্তরে করতে হবে। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে দেশবাসীর প্রতি আমাদের এই বক্তব্য পেশ করছি। এসময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, গবেষক প্রভাষক বিজন হালদার, প্রভাষক মহসিন আলমগীর, মোঃ মিজানুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।