নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জামালপুরে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : জামালপুরের ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের করার প্রতিবাদে জামালপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার সন্ধ্যায় জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি বাজার এলাকায় মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ সময় তারা ফেসবুক লাইভে গিয়ে মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দ্রুত গতিতে মিছিল করেছে যাচ্ছে, সেই সাথে তারা স্লোগান দিচ্ছে ‘বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে, রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে, ফিরবে নিজের দেশে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জামালপুর শহরের সিংহজানী চার রাস্তার মোড় এলাকা ব্যারিকেড দিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। এতে করে শহরের প্রধান সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে জামালপুর শিল্পকলা একাডেমীর সাথে পুলিশ সুপারের গাড়ি আটকে রাস্তায় বসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এ সময় জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর ইকলাস হাসান ও আবিদ সৌরভ বলেন, ৫ আগস্টের পর এখনো আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীলা জামালপুর শহরসহ বিভিন্ন উপজেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, তারপরও প্রশাসন কোন ভূমিকা নিচ্ছেনা, তাদের আচরন আমাদের কাছে সন্দেহজনক। যার ফলশ্রুতিতে আজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইসলামপুর উপজেলায় মিছিল করার সাহস দেখিয়েছে।
পরে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেতার আশ্বাস দিলে প্রায় ঘন্টাঘানিক পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সড়ক অবরোধ তুলে নেয়।