জামালপুর সদরে শ্রীপুর কুমারিয়ায় আশা এনজিও’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

oplus_2

নিজস্ব সংবাদদাতা : আশা এনজিও’র উদ্যোগে সারাদেশে ন্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর সদরে শ্রীপুর কুমারিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১৭ডিসেম্বর সকালে আশা শ্রীপুর কুমারিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে আলোচনা সভা শেষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আকতার হাবিব তোতা। এসময় বিশিষ্ট সমাজ শিক্ষক জাকির হোসেন খোকন, সেবক এমদাদুল হক দুলাল, নাজমুল হুদা মিঠু, নজরুল ইসলাম তারা সহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা ডায়াবেটিস, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং পরীক্ষা ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশা শ্রীপুর কুমারিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক দুলাল মিয়া এর নেতৃত্বে একটি স্বাস্থ্য সেবামেডিকেল টিম দিনভর এলাকার গরীব অসহায় রোগীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। জানা গেছে, আশা কর্পোরেট সোশাল রেস্পন্সিবিলিটি(ঈঝজ) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লাখ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীত, বস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেওয়া হয়।