এম.এফ.এ মাকাম : প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক একরামুন নাহার, জামালপুর উপ-পরিচালক হারুন আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বৈধ পথে দক্ষ ও কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে প্রবাসে গমনের মাধ্যমে অর্জিত আয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কার্যকরি ভূমিকা রাখার বিষয়ে আলোকপাত করে।