সরিষাবাড়ীতে নবাগত ইউএনও’ কে বরণ ও সাবেক ইউএনও কে বিদায় অনুষ্ঠান

সরিষাবাড়ী সংবাদদাতা ; জামালপুরের সরিষাবাড়ীতে সদ্য সাবেক ইউএনও শারমিন আক্তারকে বিদায় ও নবাগত ইউএনও অরুণ কৃষ্ণ পাল এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বদলী জনিত কারণে সাবেক জন বান্ধব প্রশাসক শারমিন আক্তারের স্থলাভিষিক্ত হলেন নবাগত ইউএনও।১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসন নতূন হল রুমে আনুষ্ঠানিক ভাবে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘাটাইল সেনানীবাসে এক্সিকিউটিভ অফিসার(প্রশাসক) হিসেবে বদলী হওয়ায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহি অফিসারের পদে স্থাভিষিক্ত হন নবাগত ইউএনও অরুন কৃষ্ণ পাল। সদ্য সাবেক নির্বাহি অফিসার শারমিন আক্তার নবাগত ইউএনও অরুণ কৃষ্ণ পালকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে সরিষাবাড়ী থানার পক্ষ থেকে নবাগত ইউএনওকে বরণ করেন ওসি চাঁদ মিয়া। বরণ ও বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার, সিনিয়র সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, পিআইও শওকত জামিল, শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন,মহিলা বিষয়ক কমকর্তা শায়লা নাজনীন ও সমাজ সেবা কর্মকর্তা,প্রাণি সম্পদ কর্মকর্তা,তথ্য আপাসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি সচীববৃন্দ,সাংবাদিক বৃন্দ ও সুধি মন্ডলী এ সময় উপস্থিত ছিলেন। সাবেক ইউএনও এক বছর আট মাস আগে সরিষাবাড়ী ইপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন। তার আগে নির্বাহি কর্মকতার দপ্তরে রহস্য জনক অগ্নি কান্ডের ঘটনা এবং গোটা সরিষাবাড়ীতে অনেকটা অগোছালো পরিবেশ বিরাজ করছিলো। ইউএনও শারমিন আক্তার দায়িত্বভার গ্রহণের পর ধীরে ধীরে সরিষাবাড়ীর পরিবেশ পরিবর্তন হতে থাকে। আইনের ভিতরে থেকে তিনি সরিষাবাড়ীর মানুষকে সেবা প্রদান করেন। একজন মহিলা হয়েও তিনি নিরলস পরিশ্রম আর প্রচেষ্টায় মানুষের মনে স্থান করে নিয়েছিলেন দক্ষ ইউএনও হিসেবে। তাঁর প্রস্থানে সরিষাবাড়ীবাসি একজন দক্ষ ও বিনয়ী প্রশাসককে হারালো।