ইসলামপুরে অ্যাডভোকেসি এন্ড লবিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা ; জামালপুরের ইসলামপুরে অ্যাডভোকেসি এন্ড লভিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেইস কতৃক আয়োজিত ও জার্মানির আর্থিক সহায়তায়। গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে। বেইস প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক তাহেরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা কমিউনিটি অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ আরো অনেকে।