ইসলামপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু মুছা, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে। বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইসলামপুর উপজেলা গরর্বে এবং সার্বিক সহযোগিতা করবে বলে জানান।