দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী কৃতি ক্রীড়া শিক্ষার্থীকে সহায়তা করলেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক

hdr

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম তার স্কুলের কৃতি ক্রীড়া শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম রবিনের বাড়ীতে গমন করে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) কৃতি ক্রীড়া শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম রবিনের পিতা আব্দুর রহিম ক’দিন আগে ইন্তেকাল করেন। এতে করে এই পরিবারটি খুব অসহায় হয়ে পড়েছেন। মরহুম আব্দুর রহিমের স্ত্রী, একপুত্র প্রতিবন্ধী রবিন এবং দুই কন্যা রয়েছে। তাদের আয়ের কোনো উৎস নেই। প্রধান শিক্ষকের আর্থিক সহায়তা প্রদান কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, প্রতিবন্ধী শিক্ষার্থী রবিন ইতিপূর্বে জার্মানির বার্লিনে ১৯২ দেশের মধ্যে প্রতিযোগিতা করে দৌড় ও লং জাম্পে ১ম স্থান অধিকার করেছিলেন। এছাড়াও জাতীয় পর্যায়ে একাধিবার দৌড় ও ফুটবল প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন। পরে দেশে এলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।