জামালপুরের চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন

এম.এ রফিক ; জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর, আরংহাটি ও মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের চরাঞ্চলে এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে। যার কারনে বর্তমানে বাজারে কাঁচা মরিচের কেজি ৩০-৪০ টাকা। কৃষকরা ব্যস্ত সময় পার করছে মরিচ উত্তোলনের কাজে। সরেজমিনে চরাঞ্চলে গিয়ে দেখা যায় কৃষক মোয়াজ্জেম, আহালু, হায়দার তাদের নিজের জমি থেকে কাঁচা মরিচ উত্তোলন করছেন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে কৃষক মোয়াজ্জেম বলেন এ বছর ফলন ভালো হয়েছে। মরিচ উৎপাদনে সার-বিষের খরচ বেশি হওয়ায় লাভের অংশ কম। তবে আগামী রমজান মাসে এই জমি থেকেই যে পরিমান মরিচ উত্তোলন করা হবে সেটা দিয়েই মুলত লাভের আশা করা হচ্ছে। পাইকারী বাজারে প্রতি মণ মরিচ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১শত টাকা।