খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ক্রমশঃ খাল বিল ডোবা নালা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা সহ ৮ ইউনিয়নে বিলের সংখ্যা বিল অর্ধশত। এখন সে সংখ্যা কমতে কমতে এসে দাড়িয়েছে মাত্র ২টি তে। এই ২ বিল হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পিয়ারের ছড়া বিল ও তিনথোপা বিল। সরকারি ভাবে এই ২ বিলের প্রতি বছর ডাক হয়। ডাকে সর্বোচ্চ দর দাতাকে ঐ ২ বিল ৩ বছরের জন্য লিজ দেওয়া হয় বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে। ডাক কারীরা প্রকৃতিগতভাবে পাওয়া মাছ ছাড়াও সেখানে পোনা মাছ ছেড়ে রক্ষণাবেক্ষণ করে মাছ চাষ করেন। বেচে লাভবান হোন। ৫ জানুয়ারী রোববার দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের সাথে আলাপকালে তিনি, নয়াদিগন্তকে জানান, বর্তমানে উপজেলার পিয়ারের ছড়া বিল ও তিনথোপা নামে মাত্র দুইটি বিল রয়েছে। আগে এই উপজেলা জুড়ে প্রায় ৫০/৬০টি বিল ছিল বলে শুনেছি। নদীর ভাঙ্গনে, বন্যার ¯্রােতে ভেসে আসা মাটি, বালি উঠে পুরো হওয়ায় এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নতুন নতুন বসতি স্থাপন, হাট বাজার গড়ে ওঠায় এবং মানুষ কৃষি কাজে ভরাট করায় কমে গেছে বিলের সংখ্যা। গত ২০০৮/২০০৯ সালেও এ উপজেলার বিলের সংখ্যা ছিল ১৫/২০টি। এক প্রশ্নের উত্তরে তিনি নয়াদিগন্তকে জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে বিশাল জলাশয়টি নহে বিল নহে জলাশয় হিসেবে পরিগণিত হয়ে আসছে। এভাবে চলে আসছে দশকের পর দশক। দেওয়ানগঞ্জ উপজেলার আয়তন ২৭৭.৭৫ বর্গ কি.মি.। জনসংখ্যা ২৫৮১৩৩। হাট বাজার সংখ্যা ১৫টি, মৎস্য চাষীর সংখ্যা ২৮৫১ জন এবং জেলে সংখ্যা ৪৬১৮ এর মধ্যে মহিলা জেলে রয়েছে ৫০ জন। দিনের পর দিন বিল খাল নদী নালা ভরাট হওয়ায় প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হয়ে যাচ্ছে। এদিকে লক্ষ করা না গেলে অবশিষ্ট খাল বিল নদীও সম্পুর্নরুপে বিলুপ্ত হয়ে যাবে।
Related Posts
মেলান্দহে শত শত মানুষের কণ্ঠে ধ্বনিত হলো লগি-বইঠার বিরুদ্ধে প্রতিবাদ
- AJ Desk
- November 4, 2024
মোহাম্মদ আলী : ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ফুলতলা বাজারে দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের চিহ্নিত […]
বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে মাদক ব্যবসায়ী সহ ১১ জন গ্রেপ্তার
- AJ Desk
- June 9, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর […]
ভারতে মহানবী(সা:) কে কটুক্তির প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল
- AJ Desk
- October 3, 2024
নিজস্ব সংবাদদাতা : ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি […]