দ্রুত নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করলে সারা দেশের মানুষ রাজপথে নেমে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংস্কারের কথা বলে কালক্ষেপণ করাকে জনগণ ভালো চোখে দেখছেনা। তারেক রহমানের নির্দেশ রয়েছে ইউনূস সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবেনা। এ কারণেই বিএনপির সব স্তরের নেতাকর্মীরা ধৈর্যধারণ করছে। গণতান্ত্রিক অধিকারের একমাত্র পথ হচ্ছে ভোট। ভোটের মাধ্যমেই জনতার মতামত প্রকাশ করতে দিতে হবে। আমাদের অনেকেই এখানে রয়েছে যাদের বয়স ৩০ পেরিয়েছে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এ কারণেই মানুষ ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি আরও বলেন, এ আন্দোলন সারা বাংলাদেশের মানুষের, দেশের বাহিরে যেসব বাংলাদেশি ছিল তাদেরও এই আন্দোলন। সবার সম্মিলিত আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ। সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। কীভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করে দ্রুত ভোটের তারিখ দিয়ে এগিয়ে গেলে ভালো হয়। মানুষ এখন নির্বাচনমুখী, তারা এখন ভোট চায় গণতান্ত্রিক সরকার চায়।
সভায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, শেখ হাসিনার সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্ত ঝরার ঘটনা ঘটেছে। স্বৈরাচার সরকারকে হঠাতে পারভেজ মল্লিক দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের হাতকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে নিভৃতে কাজ করে গেছেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আরেক যুগ্ম সম্পাদক রাব্বি হাসান। তিনি বলেন, পারভেজ মল্লিক ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস, যিনি ছাত্রজীবন থেকে শুরু করে প্রবাসে দল ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অদম্য মনোবল, সাংগঠনিক দক্ষতা এবং দেশপ্রেম আমাদের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।