কর্নেল’স ফাউন্ডেশন ও এনজিও উপশমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

মাদারগঞ্জ সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কর্নেল’স ফাউন্ডেশন ও এনজিও উপশম (টচঝঅগ– টহরঃু ভড়ৎ চবধপব ইঁরষফরহম ধহফ ঝড়পরড়- ঊপড়হড়সরপ অফাধহপবসবহঃ ভড়ৎ ঃযব গধৎমরহধষরুবফ) এর উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার কাজলা ইউনিয়নের জামথল আজগর আলী এ্যাডুকেশন কমপ্লেক্স মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যমুনা বিধৌত কাজলা-জামথল নদী ভাঙন এলাকার ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ শিশু হাসপাতালের সহকারী প্রফেসর ডা: মো: জহিরুল ইসলাম লিটন। এ নিয়ে যুমনা চর এলাকায় সংস্থা দুটি ৫ম বারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে। কর্নেল (অব:) জগলুল আহসান (এস.ইউ পি.পি এস.সি.জি) ও প্রফেসর ডা: মো: জহিরুল ইসলাম লিটন যমুনা চর এলাকায় একশত ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন ও কালিতলা বাঁধ এলাকায় চরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য একটি ফ্রি ক্লিনিক প্রতিষ্ঠার ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- কাজলা-জামথল এলাকার বিএনপির নেতা মুহিদুল ইসলাম, আবু ইসাহাক, তানভীর আহসান শাকী, শাকিল আহমেদ, এবং সারিয়াকান্দি এলাকা থেকে আগত মাহবুবল আলম তুপুল, শহীদুল আলম সোহেল, হাফিযুল হক হিটু ও আতিকুর রহমান আপালু প্রমুখ।