হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম আর নেই

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 0); aec_lux: 145.90488; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

জুলফিকার আলম : মেলান্দহের ঐতিহ্য বাহী হাজরাবাড়ী সিরাজুল হক অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম আর নেই। তিনি গত শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এম এ রশিদ হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী,২ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত রোববার সকাল ১০টায় শিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে শিহাটা তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা পূর্ব মরহুমদের রুহের মাগফেরাত ও তার পরিবারবর্গরের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক ও হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক সুমন হাজারী, জাকির হোসেন, মো. ইসমাইল প্রমুখ। এদিকে ডা. মফিজ উদ্দিন তার ছোট ভাই মরহুম জাহাঙ্গীর আলমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।