নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। গত রোববার ১২ জানুয়ারি বিকেলে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা মো. আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিএনপি দেশের বিভিন্ন দুর্জুগের সময় অসহায় মানুষদের পাশে থেকে কাজ করেছে। ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের হাতকে শক্তিশালী করে বিএনপিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল কাদের (শ্যামল তালুকদার), সাবেক সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম, কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন হাওলাদার, সদস্য মঞ্জুরুল কবির মঞ্জু, যুবদলের সদস্য মাহাবুবুর রশীদ বাবলু, ছাত্র দলের আহ্বায়ক শিবলু ফকির। এছাড়াও শীতবস্ত্র বিতরণে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, আব্দুল মান্নান, সদস্য আব্দুস সামাদ রোমান সরকার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইবাদুর রহমান রোমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সাবেক যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্রদলের সাবেক সদস্য সাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।