জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুন্যের উৎসবে ক্রীড়া সামগ্রী বিতরণ ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিনামূল্যে জেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও একাডেমির মাঝে বিতরণের মাধ্যমে জামালপুর জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে উজ্জীবিত হয়ে ক্রীড়া অফিসের আয়োজনের শুভ উদ্বোধন করা হয়েছে। একইসাথে তারুণ্যের উৎসব উদযাপনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হাছিনা বেগম এই আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং টি ২০ ক্রিকেটের সমাপনী শেষে চ্যাম্পিয়ন-রানার্স আপ দলের মাঝে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।এতে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ৪ টি ক্লাব-একাডেমির ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর বয়েজ ক্লাব ও রানার্সআপ বেষ্ট ইলেভেনস জামালপুর দল।
এ সময় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের অপরিসীম ভূমিকা তুলে ধরে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এড.রফিকুল আলম, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন, সাবেক ক্রিকেটার সাখাওয়াত টুটুল, কোচবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অন্যান্য।