বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়ার পাশে দাড়ালো জামালপুর সদর উপজেলা প্রশাসন

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে কুড়ের ঘরে বসবাস করে আসছেন বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া। তার স্বামী অটোরিক্সা চালিয়ে জীবন ধারন করে আসছেন। তার অসহায়ের কথা জানতে পেরে রবিবার সকালে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী ছুটে যান তার বাড়িতে। সেখানে গিয়ে প্রতিবন্ধী রাজিয়ার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। সেই সাথে উপহার দেন শীতবস্ত্র (কম্বল)। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। জানা যায় প্রতিবন্ধী রাজিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকায় ঘর থেকে বের হতে পারছিলেন না, একটি হুইল চেয়ারের অভাবে। তার সেই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন তাকে একটি হুইল চেয়ারসহ শীতবস্ত্র (কম্বল) উপহার দেন। সেই সাথে তার পরিবারের অন্যান্য সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া বেগমের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তার জন্য হুইল চেয়ার ও শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে তার পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। এ বিষয়ে বয়স্ক অসহায় প্রতিবন্ধী রাজিয়া বেগমের স্বামী মোঃ আক্কাছ উদ্দিন বলেন ভালোবাসার অশ্রুসিক্ত জলে বলেন আমি ভাবতেই পারিনি আমার জন্য আমার বাড়ীতে হুইল চেয়ার নিয়ে আসবেন ইউএনও ম্যাডাম। আমরা তার কাছে কৃতজ্ঞ। আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ ঘর থেকে বের হয়ে দিনের আলো দেখতে পারিনি। তার ভালোবাসায় আজ আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে এসেছে। তিনি খুবই ভালো মানুষ। ইউএনও ম্যাডামের কারনেই আমার স্ত্রী আজ ঘরের বাহিরে আসতে পেরেছেন। আমি দোয়া করি আগামীতে তিনি আরো ভালো কাজ করে যাবেন। মানুষের ভালোবাসা নিয়ে।