ঝিনাইগাতী বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে বিনা মূল্যে গো খাদ্য বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে বিনামূল্যে গো খাদ্য বিতরণ করা হয়েছে। ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দি ইউনাইটেড নেশনস এর অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার গরুর খামারি ও পালনকারীদের মাঝে সচ্ছতা বজায় রেখে গো খাদ্য বিতরণ করা হয়েছে। এসময় উপকারভোগীদের হাতে গো খাদ্য তুলে দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ, ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার শওকত আলম সাকিল, উপ সহকারী প্রাণী সম্পদ অফিসার আশরাফ জিলানী সহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারী কর্মকর্তাগণ। উপজেলার ২০০জনকে বন্যায় খতিগ্রস্থ খামারি ও গরু পালনের কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে গো খাদ্য বিতরণ করেছেন। উপকারভোগীরা জানান বর্তমানে বাজারে ও মাঠে গো খাদ্যর দাম বৃদ্ধি ও পাওয়া দুস্কর হয়ে পড়েছে। এই মুহুর্তে আমারা গো খাদ্য সহায়তা হিসাবে পেয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাই।