মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন বাড়াতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত রোববার ১৩ জানুয়ারি দুপুরে মেলান্দহ বাজারে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন দোকান, ইজিবাইক ও রাস্তায় থাকা সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন। পরে গনসংযোগের একটি মিছিল মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। লিফলেট বিতরণ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান বলেন, জুলাই প্রক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করি। সেটি থেকে আমরা ঘোষণা দেই যে, ২হাজারেরও অধিক শহীদের বিনিময়ে গত ৫আগষ্টের পরে যে সরকার গঠিত হলো, দেশের নতুন একটি বাস্তবতা তৈরি হলো। এই শহীদদের একটি স্বীকৃতি দরকার।এই অভুতপূর্ব যে গণঅভূত্থান বা বিল্পব এই বিপ্লবের একটি স্বীকৃতি দরকার। সেই স্বীকৃতির লক্ষ্যে আমরা জুলাই ঘোষনা পত্রের দাবী জানাই। সরকার আন্তরিকতার সাথে সেটিকে গ্রহণ করেছে। আমরা চাই যে অভুত্থানটি হয়েছে সরকার সে অভুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিক। আমাদের যে দুই হাজারেরও বেশি শহীদ হয়েছে তার একটি আনুষ্ঠানিক ঘোষণা দিক। পাশাপাশি যারা আহত হয়েছেন ও শহীদদের পরিবারকে যেন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আমরা গত ১৬বছর যে ফেসিস্ট শেখ হাসিনা পাথরের মতো জেকে বসেছিল। আমরা জানি এটি একটি ফ্যাসিবাদী সংবিধানের উপর দাড়িয়ে, আমরা চাই আগামির বাংলাদেশ সেই ফ্যাসিবাদী মুক্ত হোক, আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট ব্যবস্থার মুক্ত হোক। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন। গণসংযোগ ও লিফলেট বিতরনে জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, জাতীয় নাগরিক কমিটির সদস্য হিফজুর রহমান বকুল, জেলার যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত আখি, রাশেদুল ইসলাম, সংগঠক মাশরাফি, জাতীয় নাগরিক কমিটির গাজী জায়েদ ইকবাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাহিম হাসান লাদেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Related Posts
রশিদপুর ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
- AJ Desk
- March 26, 2024
এম.এইচ রশীদ : “দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুরি […]
হাজারাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে গণমিছিল
- AJ Desk
- August 12, 2024
নিজস্ব সংবাদদাতা ; বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন ঐসব পুলিশের বিচারের […]
রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- November 21, 2024
তারিকুল ইসলাম তারা : কুড়িগ্রামের রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। […]