ঝিনাইগাতীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে উপজেলার হল রুমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ নবম বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তুফা কামাল, ওসি তদন্ত আজম, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, ফজলুল হক সিনিয়র সাংবাদিক এস,কে সাত্তার প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৫ নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।