এম.এফ.এ মাকাম : জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা, কামালপুর ও সাতানীপাড়া বিওপি’র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়। বিজিবির মহাপরিচালকের আদেশে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি সাবিক নিদেশনায় সীমান্ত দূর্ঘটনার বিভিন্ন অবৈধভাবে মাদক পাচার/গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া। বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিμম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা। এছাড়া বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ/ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা। বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা।মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্র দানের মাধ্যমে সহায়তা করা। মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা প্রদান করা। বাস্তচ্যুত মায়ানমার নাগরিক যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করতে বলা হয়েছে। এ সমস্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও সকলকে যথাযথ সতর্ক করা। তাছাড়াও বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকে অবহিত করা হয়। জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Related Posts
শেরপুরে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- AJ Desk
- April 17, 2024
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ […]
ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখল আনসার
- AJ Desk
- June 21, 2024
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার […]
সানন্দবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
- AJ Desk
- December 18, 2024
রশীদুল আলম শিকদার : মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা […]