শেরপুরে প্লাস্টিক পণ্যের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে প্লাস্টিক পণ্যের ব্যবহার বিষয়ক কর্মশালা সভা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল ১৪ জানুয়ারি সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা প্লাস্টিক বিশেষ করে পলিথিনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশ ও জীবজগতের ওপর। পলিথিন ব্যবহারে অসতর্কতার ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি ও নানা দুর্ঘটনা ঘটছে। পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নূর কুতুবে আলম সিদ্দিকী, পরিদর্শক সুশীল কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি কাকন রেজা, সাংবাদিক হাকিম বাবুল, শিক্ষার্থীসহ অনেকে বক্তব্য রাখেন।