লটারি মাধ্যমে জামালপুর পৌরসভার স্মার্ট ফ্যামিলি কার্ড যাচাই-বাছাই সম্পন্ন

এম.এফ. এ মাকাম : জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে লটারির মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ড নির্বাচন প্রক্রিয়ার সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে লটারি মাধ্যমে বারটি ওয়ার্ডের স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরনের জন্য যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, দৈনিক আজকের জামালপুরের প্রকাশক ও সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে। এ সময় লটারির মাধ্যমে জামালপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডের জন্য বরাদ্ধকৃত ১৩ হাজার ৫৩২টি কার্ড এর বিপরীতে ইতিমধ্যেই ৩ হাজর ৮৫২ জনকে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাকি ৮ হাজার ৭৩৪ জনকে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের জন্য লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।