ইসলামপুরে কৃষকদের মাঠ দিবস

শামীম আলম : জামালপুরে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাদামের জাত বিনাচিনাবাদাম ৪ এবং বিনাচিনাবাদাম ৬ এর প্রচার ও সম্পসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ঈদগা মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বিসিসিটিএফ প্রকল্প অর্থায়নে এই মাঠ দিবস আয়োজন করে। ড. রাখী রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিনা প্রকল্প সমন্বয়ক ড. রেজা মোহাম্মদ ইমন, ময়মনসিংহ বিনা প্রকল্প পরিচালকড. মোঃ হাসানুজ্জামান, ময়মনসিংহ বিনা মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ড. মাহবুবুর রহমান খান, কৃষিবিদ এ এল এম রেজুয়ান, প্রমূখ। পরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরন করেন।