নারী ব্রেকড্যান্সারের সঙ্গে কনস্টাসের তুলনা, বিতর্ক ইংল্যান্ডে

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে কেবল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই–ই নয়, পাল্টাপাল্টি বাকযুদ্ধেও জড়ান দুই দেশের ক্রিকেটাররা। চলতি বছরের নভেম্বরে বিশেষ এই সিরিজে এই দুই দল মুখোমুখি হবে। তবে এখনই ‍উত্তেজনা তৈরির দায়িত্ব নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। তারা নিশানা বানিয়েছেন এখন পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা অজি ওপেনার স্যাম কন্সটাসকে। তাকে অস্ট্রেলিয়ার নারী ব্রেকড্যান্সার রাইগুনের (রাচায়েল গুন) সঙ্গে তুলনা করেছে ‘দ্য গার্ডিয়ান’।

সর্বশেষ প্যারিস অলিম্পিক গেমস চলাকালে আলোচনায় আসেন ‘ব্রেক ড্যান্স’ ইভেন্টে অংশ নেওয়া রাইগুন। পারফরম্যান্সে ত্রুটি আছে দাবি করে এই অজি অ্যাথলেটকে নিয়ে অনেকেই ট্রোল করেছে। অন্যদিকে, সম্প্রতি বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হওয়ার পর উত্তেজনা ছড়িয়েছেন কনস্টাস। ভারতীয় তারকা বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ-সহ অনেকের সঙ্গে তার বিবাদ দেখা গেছে। সেই সূত্র ধরে কন্সটাস–রাইগুনের পরস্পর তুলনামূলক আলোচনায় হাজির ব্রিটিশ মিডিয়া।

গার্ডিয়ানের একটি কলামে বয়োজ্যেষ্ঠ ইংলিশ ক্রীড়া লেখক বার্নি রোনেই দুজনকে তুলনা করে লিখেছেন, অস্ট্রেলিয়ান ব্রেকড্যান্সার রাইগুন যেমন অলিম্পিক চলাকালে অকারণে আলোচনায় এসেছেন, কনস্টাসের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এমনকি সেই লেখায় তীর্যক বর্ণবাদের গন্ধও পাওয়া যায় কিছুটা, ‘এটি এমন এক জাতি (অস্ট্রেলিয়া) যারা ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে আকর্ষণীয়, এলোমেলো চুল (কোথাও বড়, কোথাও ছোট) এবং সরু-মোচাবৃত একজনকে বেছে নিয়েছে; যে কোনো রান করতে পারেনি। অবাক করা বিষয়– সে এখন আলোচনায়। সে কি টেস্টের সর্বোচ্চ স্কোর করে ফেলেছে?’

dhakapost
চলতি বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছেন স্যাম কনস্টাস ও ডেভিড ওয়ার্নার

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কনস্টাসের। প্রথম ইনিংসে ৬০ রান করলেও, পরের তিন ইনিংসে তিনি যথাক্রমে করেছেন– ৮, ২৩ এবং ২২। তবে তার দর্শকদের মাতিয়ে রাখার কর্মকাণ্ডে খুশি অজিরা। অবশ্য মাত্র ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটার এখনই নিশ্চয় কড়া সমালোচনা পাওয়ার পর্যায়ে পৌঁছাননি। তার ব্যাটিংয়ের ধরন সাহসী ও রোমাঞ্চকর প্রতিভারই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছেন কনস্টাস। চলতি আসরের ৪ ম্যাচে তিনি দুটি ফিফটিও করেছেন।

কনস্টাসের সঙ্গে একই দলে খেলছেন অবসরপ্রাপ্ত অজি তারকা ডেভিড ওয়ার্নার। তরুণ ক্রিকেটারকে নিয়ে ইংলিশ মিডিয়ার নেতিবাচক মন্তব্যে ক্ষেপেছেন এই অভিজ্ঞ ওপেনার। কনস্টাসকে পরামর্শ দিয়ে ওয়ার্নার বলেন, ‘কৃতজ্ঞ যে বিশ্বের ওই প্রান্ত (ইংল্যান্ড) থেকে খবরটি অস্ট্রেলিয়ায় এসে পৌঁছায়নি, যদি না আপনি ডেইলি মেইল দেখে থাকেন। আমার কথা হচ্ছে, স্যামের (কনস্টাস) উচিৎ এ ধরনের বিষয়কে পাত্তা না দেওয়া। দিনশেষে তোমার পারফরম্যান্সই কথা বলবে। তুমি জানো যে তারা তোমাকে ব্যর্থ করে দিতে চাইবে, কিন্তু তুমি যখন পারফর্ম করবে, তাতেই মুখ বন্ধ হয়ে যাবে তাদের।’

কনস্টাস নিজেও সমালোচনা নিয়ে সেভাবে ভাবেন না। ১৯ বছর বয়সী এই ওপেনার বলছেন, ‘আমি জীবনটা উপভোগ করছি, নির্দিষ্ট মুহূর্তটাকে স্মরণীয় করতে চাই। মানুষ বাইরে কী বলছে, তা ভেবে মন খারাপ করতে চাই না। অবশ্যই সবার মতামত থাকবে, কিন্তু আমি কেবল আমিই হতে চাই, কেবল খাঁটি রাখতে চাই নিজেকে।’