নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়, লেখাপড়া করে তারাও আজ সমাজের উচু স্থানে অধিষ্ঠিত হচ্ছে। অন্তবর্তীকালীন সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, মাদারগঞ্জ গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোছাঃ মিনি বেগম, পরিচালক ছানাউল হক সোহাগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।