বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে রেজি: নং ময়মন-০২০ কর্তৃক কতিপয় কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।
অভিযোগে বলা হয়, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভূয়া তথ্যের কাব্য রচনা করে রেজি: নং ০২০ এর কতিপয় কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি ও ৩২৭৭ এর শ্রমিকদের নানা হুমকি দিচ্ছেন। যা নালিতাবাড়ি শহরে শ্রমিকদের মাঝে চরম আতংক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে ময়মন-০২০ কিছু শ্রমিক ও দলীয় কিছু লোক সংগঠনের ভিতরে ডুকে শান্ত নালিতাবাড়ীকে অশান্ত করার পায়তারা করছেন। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। ইতিমধ্যে ৩২৭৭ এর একাধিক শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছেন। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগে আরো বলা হয়, ময়মন-০২০ কর্তৃক ৩২৭৭ এর কোন শ্রমিক হামলার স্বীকার হন এর সকল দায়ভার তাদেরকেই নিতে হবে। নালিতাবাড়ীতে ৩২৭৭ এর কোন শ্রমিকের গাড়ি আটকানো হলে নকলা, শ্রীবরদী, ঝিনাইগাতী ও শেরপুর শহরে -০২০ কোন শ্রমিক ও তাদের কোন গাড়ি ডুকতে দেয়া হবেনা। ৩২৭৭ শ্রমিকরা এখনও ভদ্রতার পরিচয় দিচ্ছেন কোন ধরনের সংঘাতে লিপ্ত হচ্ছেন না তারপরও যদি -০২০ শ্রমিকরা আবারও হামলা, মামলা ও হুমকি দেন তাহলে ৩২৭৭ শ্রমিক নেতারা তা ছাড় দেবেননা। প্রয়োজনে পরিবহন সেক্টরে কর্মবিরতি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা।
উল্লেখ্য- গত ১৬ জানুয়ারি রেজি: নং ময়মন -০২০ কর্তৃক ৩২৭৭ শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন করেন ৩২৭৭ এর জেলা নেতৃবৃন্দরা। বর্তমানে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ৪ জন। বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।