ওসমান হারুনী : জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কাজী আঁখ জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থার বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব)মোহাম্মদ আনোয়ার হোসেন। জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক, জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাৎ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রোজিনা রোজি, সময় টিভি অনলাইন ইনচার্জ সাইদুল মাহমুদ, শাহজামাল রহ: জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মাহফুজুর রহমান জিলানী, মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালী ও শামসুদ্দিন,নকলা এলাকার প্রতিনিধি গোলাম সরওয়ার, নালিতা বাড়ীর এলাকার ভলেন্টিয়ার প্রতিনিধি গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, কাশেম গ্রুপের চেয়ারম্যান একেএম জাকির হোসেন,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কহিনুর আলম চৌধুরী সহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, অরাজনৈতিক সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দারিদ্র মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সংস্থার প্রতিটি কর্মকান্ড নিভিরভাবে পর্যবেক্ষন করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দেশের ৩৬টি জেলায় এই কার্যক্রম রয়েছে। বাংলাদেশে প্রতিটি এলাকায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই সমাজ সেবামসলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে এমন প্রত্যাশা করেন বক্তারা।
Related Posts
শ্রীবরদীতে পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- AJ Desk
- June 5, 2024
শ্রীরবদী সংবাদদাতা : “আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি” এই প্রতিপাদ্যকের সামনে […]
জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
- AJ Desk
- January 15, 2025
নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত […]
জামালপুরে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে গ্রিল কেটে সাড়ে তিন লাখ টাকা চুরি
- AJ Desk
- November 30, 2024
আসমাউল আসিফ : জামালপুরে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের […]