জামালপুরে আইবি ডব্লিউ এফ ফাউন্ডেশনের সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.8; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: HDR ; sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (0, 0); aec_lux: 316.1684; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; motionLevel: -1; weatherinfo: null;

জুলফিকার আলম ; জামালপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (আইবি ডব্লিউ এফ) এর সমাবেশ শহরের পাঁচ রাস্তায় অবস্থিত এশিয়ান ফুড ভিলেজে শুক্রবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হয়েছে। আইবি ডব্লিউ এফ এর জেলা উপদেষ্টা মুহাম্মাদ রশিদুজ্জামানের সভাপতিত্বে হাসান আল মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইবি ডব্লিউ এফ এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কামিটিট সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইবি ডব্লিউ এফ এর কেন্দ্রীয় জেনারেল সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, ময়মনসিংহ জোনের মাহবুবুল আকন্দ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, আইবি ডব্লিউ এফ এর জেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, এড. আব্দুল আওয়াল, এড. সুলতান মাহমুদ, দোকান মালিক সমিতির জেলা সভাপতি মিজানুর রহমান, আলতাফুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে আইবি ডব্লিউ এফ এর জেলা সভাপতি আলফা অটো ব্রিক্স এর ডিএমডি মেছবাহুল কাইউম, সহ সভাপতি, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম, আলতাফুর রহমান, খালেদ সাইফুল্যাহ সায়েম, ইম্পেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনাপরিচালক লোকমান আলীকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মাহিন, নুরুজ্জামান, কোষাধ্যক্ষ কাশফুল প্রেসের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ লুলু। আবিদ হাসান রুবেল, আশরাফুল ইসলাম বুলবুল, নাজমুল হক মাসুদসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।