বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ইয়ারবাড ‘ওয়ানপ্লাস বাডস প্রো ৩’ উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ইয়ারবাড বাজারে প্রবেশ করেছে। ইয়ারবাডটি ইনটেন্স ওয়ার্কআউট থেকে শুরু করে বোর্ডরুম মিটিং পর্যন্ত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনায়াসে মানিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ঘাম প্রতিরোধী প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও চমৎকার ব্যাটারি লাইফের সংমিশ্রণে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে।
ঘাম প্রতিরোধী : একটিভ লাইফস্টাইলের জন্য
ফিটনেস সচেতনদের জন্য ওয়ানপ্লাস বাডস প্রো ৩ আইপি৫৫ রেটেড ঘাম ও পানি প্রতিরোধী ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের ফলে ইয়ারবাডটি এক্সট্রিম ওয়ার্কআউট বা হালকা বৃষ্টির মধ্যেও কোন সমস্যা ছাড়াই সচল থাকে। এর নিরাপদ ও আরামদায়ক ডিজাইন ইয়ারবাডটিকে সঠিকভাবে ধরে রাখে, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে ওয়ার্কআউট বা অন্য যে কোন এক্টিভিটিতে অংশ নিতে পারেন।
স্টাইল : সৌন্দর্য ও কার্যকারিতার মিশে
ওয়ানপ্লাস বাডস প্রো ৩ এর ডিজাইন অত্যন্ত স্লিক ও স্মার্ট তাই ক্যাজুয়াল বা ফরমাল যে কোন পোশাকের সাথেই ডিভাইসটি দারুণভাবে মানিয়ে যায়। গ্লসি ফিনিশের ইয়ারবাডটি যেকোনো পরিবেশে একটি প্রিমিয়াম লুক দেয়। এর কমপ্যাক্ট চার্জিং কেস সহজেই পকেট বা ব্যাগে রাখা যায়। এর মিনিমালিস্ট ডিজাইন ইয়ারবাডটিকে কার্যকরী ও ফ্যাশনেবল করে তোলে, যা আউটডোর এক্টিভিটি, জিম বা অফিস যে কোন পরিবেশে উপযোগী।
উন্নত অডিও অভিজ্ঞতা
অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশনের সাহায্যে ডিভাইসটি ৫০ ডেসিবল পর্যন্ত আশেপাশের শব্দ কমাতে সক্ষম, যা জনবহুল পরিবেশেও দারুন অডিও অভিজ্ঞতা দেয়। এর ডুয়াল ড্রাইভার সেটআপ বিভিন্ন মিউজিক টেস্টের সাথে মানানসই একটি ভারসাম্যপূর্ণ সাউন্ড ডেলিভারি নিশ্চিত করে। ওয়ানপ্লাস-এর আইওটি ইকোসিস্টেমের মাধ্যমে এই ইয়ারবাডে একাধিক ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত হওয়ার সুবিধা রয়েছে, যা কল ও সহজ মিডিয়া ট্রান্সফারে সহায়তা করে। হেইমেলোডি অ্যাপের কাস্টমাইজেবল সেটিংস ও সহজ টাচ কন্ট্রোলের সহায়তায় ওয়ানপ্লাস বাডস প্রো ৩ খুব সহজে ব্যবহার করা যায়।
ব্যাটারি লাইফ
ওয়ানপ্লাস বাডস প্রো ৩ এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ব্যাটারি লাইফ। ৫৬৬ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ইয়ারবাডটি অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) চালু থাকলে এক চার্জে ৬ ঘণ্টা ও বন্ধ থাকলে ১০ ঘণ্টা প্লেব্যাক ব্যাকাপ দেয়। চার্জিং কেসের সাথে এএনসি বন্ধ থাকা অবস্থায় এটি মোট ৪৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ব্যাকাপ দেয় ও চালু থাকলে ব্যাকাপ দেয় ২৫.৫ ঘণ্টা পর্যন্ত। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে ওয়ানপ্লাস বাডস প্রো-তে ৩ ৫.৫ ঘণ্টা পর্যন্ত গান শোনা যায়।
ওয়ানপ্লাস বাডস প্রো ৩ একটি বহুমাত্রিক ডিভাইস যেটি ওয়ার্কআউট থেকে মিটিংয়ে অংশগ্রহণ আপনি যাই করুন না কেন সব ক্ষেত্রে প্রতিদিনের জীবনের সাথে অনায়াসে মিশে যায়। আপনার অ্যাকটিভ লাইফস্টাইলের সাথে তাল মেলাতে ১৯,৪৯৯ টাকা মূল্যের এই ইয়ারবাডটি দারুণ একটি সঙ্গী হতে পারে।