দেওয়ানগঞ্জে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ai

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের তালুকদার বাড়ী সংলগ্ন মাঠে সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও দেওয়ানগঞ্জ পৌর প্রশাসক মোঃ শামসুজ্জামান আসিফ জাকমকপূর্ণ পরিবেশে শত শত দর্শকের উপস্থিতিতে উদ্বোধন করেছেন মরহুম মঞ্জু হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ আল আমিন বিন ওমর এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আশিকুর রহমান সুমন, সাবেক উপজেলা ছাত্র দলের আহবায়ক আশরাফুল ইসলাম রুহেল, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাবেক জিএস মইনুল ইসলাম মিন্টু, টুর্নামেন্ট আয়োজক আহবায়ক জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম অলিদ, ব্যবসায়ী আশরাফ উদ্দিন জুয়েল, ব্যবসায়ী আলম হোসেন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক শেখ ফরিদ, সহকারী শিক্ষক বিষ্ণু চন্দ্র উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতাকর্মী, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও চুকাইবাড়ী ইউনিয়ন ক্রিকেট দল। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধনী দিনে বিজয় লাভ করে চুকাইবাড়ী ইউনিয়ন ক্রিকেট দল। খেলায় শত শত দর্শকের সমাগম ঘটে।