নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকীতে জামালপুর জেলা শ্রমিক দলের আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রসঙ্গে এ চারা বিতরণ করা হয়। জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবু হান্নান, সহ-সভাপতি আবুল কাশেম, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিরুল হাসান সাবু, সহ-সাধরণ সম্পাদক জাকির হোসেন, আল আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হোসেন শাহীন, জাহিদ হোসেন জনি, আবু সাঈদ, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সুজন শেখ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুসাব্বির আহাম্মেদ জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল ও থানা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রমিক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2025/01/Aj-7-11.jpg)