এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই ছিল আলোচনায় ছিল দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ওই ফ্র্যাঞ্চাইজিকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা। তবে এখন পর্যন্ত রাজশাহী সব ক্রিকেটারকে ২৫ শতাংশ টাকা পরিশোধ করেনি।
আজ (শনিবার) বিসিবির সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই বাংলায়। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে পারিশ্রমিক ইস্যুতে বিসিবি পরিচালক মাহবুব আনাম গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েট যে সিদ্ধান্তের কথা সেটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকলকে নিয়েই বসব। যাতে এটা স্পষ্ট থাকে যে আমার কাছে মনে হয়েছে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমরা এসব দূরত্ব ক্লোজ করব। ক্রিকেটারদের সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার।’
ব্রিফিংয়ে থাকা আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠুও জানান, বিষয়টির সঙ্গে বিপিএলের সম্মান জড়িত। সে কারণে দ্রুত পদক্ষেপের কথা–ই শোনা গেল তার মুখে।
প্রসঙ্গত, বিপিএলের চলমান একাদশ আসরে নবাগত দল দুর্বার রাজশাহী। খেলার চেয়ে বাইরের বিষয়েই তারা বারবার খবরের শিরোনামে আসছে। মূলত ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার কারণেই টালমাটাল অবস্থা ফ্র্যাঞ্চাইজিটির। এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে একদিন অনুশীলনও বাতিল করেন ক্রিকেটাররা। এরই মাঝে শোনা যায়— দলটির এক শ্রীলঙ্কান ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন বিসিবিকে। পরবর্তীতে ২২ জানুয়ারি নতুন করে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে একটি ভিডিও বার্তা দেন রাজশাহীর ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান।
কেবল রাজশাহী–ই নয়, একাধিক ফ্র্যাঞ্চাইজিতেই রয়েছে পারিশ্রমিক বিতর্ক। চিটাগাং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমনও পারিশ্রমিক না পাওয়ায় প্রথমে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি বলে গুঞ্জন ওঠে। তার পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দলটির মালিক সামির কাদের চৌধুরিও। পরে অবশ্য ইমন জানিয়েছেন, পারিশ্রমিকের কারণে তিনি দলের বাইরে বিষয়টি সঠিক নয়। বিরতি পাওয়ায় নাকি ছুটি নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।