জামালপুরে নিউট্রিশন অলিম্পিয়াডে এপির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগান সামনে রেখে নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম এপির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। জামালপুর সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রিরা অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সার্বিক সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘ ও সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়।
উল্লেখ সরকার ঘোষিত তারুণ্যের উৎসব উপলক্ষে ছাত্র, ছাত্রীদের মাঝে পুষ্টি সচেতনতা সৃষ্টির লক্ষে জামালপুর জেলা প্রশাসনের পরামর্শে নিউট্রিশন অলিম্পিয়াডে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২৯ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনাফ ক্যাম্পেইনের আলোচনা সভায় পুরস্কার দেয়া হবে। আগামী ২৭ জানুয়ারি শরিফপুর উচ্চবিদ্যালয়ে একই বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ তারিখে জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যমেলায় জামালপুর এরিয়া প্রোগ্রাম পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করবে।