হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 179.59485; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 36;

নিজস্ব সংবাদদাতা : মেলান্দহের ঐতিহ্য বাহী হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগমের সভাপতিত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গরা উপস্থিত ছিলেন।