ইসলামপুরে মাদ্রাসা সুপারের বাড়ীতে দুর্র্ধষ ডাকাতি

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে এক মাদ্রাসা সুপারের বাড়ীতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার ২৯জানুয়ারি রাত তিনটার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মাওলানাপাড়ায় সভারচর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার কাজী মোশারফ হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। মোশারফ কাজীর ছেলে মারুফ বিল্লাহ জানান, “বুধবার রাত তিনটার দিকে ১০-১২ জন ডাকাত চক্র দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের ঘরের দরজা গ্রিল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা আমি ও আমার স্ত্রী এবং আমার চাচাতো ভাইয়ের হাত পা,মূখ বেঁধে জিম্মি করে ঘরের সব কিছু তছনছ করে নগদ পাঁচ লক্ষ টাকা ও প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।” এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।