জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার

আসমাউল আসিফ : জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, গত ২৪ ঘন্টায় জামালপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুলাই-আগষ্টে নাশকতার ঘটনায় মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম পারভেজ মুকুল, জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলামকে ও কয়েকদিন আগে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে শহরের ফৌজদারী মোড়ে ঝটিকা মিছিলের অগ্রভাগে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়ায় শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।