নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের ঐতিহ্য বাহী বেলতৈল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ২৯ জানুয়ারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ – সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, মাধ্যমিক উপজেলা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভ্ূঁয়া,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আশরাফুল আলম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউপি চেয়াম্যান মো. সাইদুল ইসলাম লিটু। ধারা বর্ণনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ফারহানা ইসলাম ও মোহাম্মদ মাসুদ রানা।