আব্দুল হাই : জামালপুরে মেলান্দহে ৫নং নয়ানগর ইউনিয়নে মালঞ্চ বজরদ্দিপাড়া আদালত নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাছ কর্তন ও ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে ৫ টি গাছ কাটার অভিযোগ রয়েছে। বাদী পক্ষের দে: কা: বি: আইনে ১৫১ ধারার বিধান মতে বিজ্ঞ আদালতে কর্তৃক প্রতারিত প্রদত্ত অস্থায়ী অন্তর্র্বতীকালিন নিষেধাজ্ঞা আদেশ দরখাস্ত তৎসহ দাখিলীয় কাগজপত্র পর্যালোচনা করে। বাদী পক্ষের আনীত দরখাস্ত মঞ্জুর করে। আদালতে কর্তৃক গত ১১/০৩/২৪ তারিখে প্রদত্ত অস্থায়ী অন্তর্র্বতীকালিন নিষেধাজ্ঞা আদেশ কার্যকরী করার জন্য বিবাদী পক্ষে নালিশী তপছিল বর্ণিত বাদীপক্ষকে জোরামুলে বেদখল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ মেলান্দহ থানা আদেশ প্রদান করে। অস্থায়ী অন্তর্র্বতীকালিন নিষেধাজ্ঞা থাকা সত্বেও ওই গ্রামের শাখাওয়াত হোসেন স্বাধীন নেতৃত্বে তানজিলা বেগম, এটিএম সরোয়ারজাহানসহ ৮/১০ জন লোক নিয়ে গত ৩ ফেব্রুয়ারি বিবাদমান জমি থেকে ২টি আম গাছ ও ৩টি কাঠাল গাছ কর্তন করে।এ ঘটনায় মৃত মহির উদ্দিন ছেলে ভুক্তভোগী ফয়সাল আহম্মেদ সবুজ সোমবার সকালে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে শাখাওয়াত হোসেন স্বাধীন তার লোকজন নিয়ে সোমবার সকালে ৫ টি গাছ কেটে ফেলে। ভুক্তভোগী ফয়সাল আহম্মেদ সবুজ বলেন, এই জমি আমার বাপ দাদার আমল থেকে কাগজ অনুযায়ী ভোগ করে আসতেছি। দীর্ঘদিন ধরে তারা আমার জমি জবর দখলের চেষ্টা করে আসচ্ছে। কয়েকবার আমায় মারতেও এসেছে। কোর্টে মামলা করেছি। এরপর আদালত নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা আমার গাছগুলো কেটে ফেলছে। আমি বাধা দিতে গেলে আমায় মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়। এ বিষয়ে এটিএম সরোয়ার জাহানকে মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায় নাই। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, জমি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলমান। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত অভিযুক্ত ভূমিতে কর্তনকৃত গাছগুলো কেউ যেন, নিয়ে না যেতে পারে, সেই বিষয়ে বলা হয়েছে।
Related Posts
রৌমারীতে শহিদ মিনার অবমাননার অভিযোগ ইমান আলীর বিরুদ্ধে
- AJ Desk
- February 19, 2024
রৌমারী সংবাদদাতা : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস আমাদের একটি সম্মানজনক দিবস। মাতৃভাষা আমাদের জাতীয় […]
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- AJ Desk
- July 8, 2024
নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল […]
বকশীগঞ্জে হলদে বরণে সেজেছে ফসলের মাঠ, কমেছে সরিষার চাষ!
- AJ Desk
- January 16, 2025
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ফসলের মাঠ যেন হলদে বরণে সেজেছে। প্রকৃতিতে অপরূপ […]