মাদারগঞ্জে কনকনে শীতের মাঝেও বোরো ধান রোপন করতে ব্যস্তহয়ে পড়েছে কৃষক

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কয়েক দিন ধরে কনকনে শীত ও উত্তরের ঠান্ডা বাতাস বইয়েই চলছে এর মাঝেও কৃষকেরা শীতকে অপেক্ষা করে বোরোধান লাগানোর ব্যস্ত সময় পার করছেন। তাদের খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা নজর নেই বললেই চলে। উক্ত বোর ধান চাষের বিষয়ে কয়েক জন ধান চাষিদের সাথে কথা বলে জানাযায়,এখনোই বোরধান লাগানোর সঠিক সময়। তারা হলেন, ফাজিলপুর গ্রামের কৃষক অবসর প্রাপ্ত শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল নুর মাষ্টার,মহিষবাথান গ্রামের ফজল প্রামানিক,তেঘরিয়া গ্রামের রমিজল ফকির ও কোয়ালীকান্দি গ্রামের কালাম ফকির জানান, এই মাঘমাসের ২০ তারিখের মধ্যে বোর ধানের চারা লাগাইতে হয় এতে ধানের ফলন ভালো হয় এবং রোগবালাই কম হয়।আমরা প্রতি বছর শত শত বিঘা জমিতে ইরি বোরো ধানের আবাদ করিয়ে আসিতেছি। কোন বছরেই আমাদের ধানের ফলন কম হয়নাই। কিন্তু ধানের জমিতে সেচ একটু বেশি দিন দিতে হয়। আবার অনেকেই মাঘ মাসের শেষে বা ফালগুন মাসের প্রথমে বোরধান লাগায় তাদের সেচ কিছু দিন আমাদের চাইতে কমলাগে। এতে তাদের কিছু টাকা বাচে কিন্তু ধানের ফলন আমাদের চাইতে অনেক কমহয়। মাঘ মাসের পরে বোর ধান লাগাইলে ধানের ক্ষেতে রোগবালাই বেশী হওয়ার আশংঙ্খা থাকে অনেক বেশী। তাই আমরা আমাদের সকল জমি মাঘ মাসের ২০ তারিখের মধ্যেই লাগানোর চেষ্টা করি এবং লাগাই। এ বছর শ্রমিকের মুজুরি বেশী প্রতিজন শ্রমিককে ৬শত থেকে ৭শত টাকা মুজুরি দিতে হয়। তার পরেও আমরা বসে নাই। শ্রমিকের সাতেই নিজেরাই শ্রমিক হয়ে কাজ করিতেছি। এ বছর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের ধানের বাম্পার ফলন হবে বলে আল্লাহ্র কাছে আশা রাখি।